পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের একদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপ-পরিচালক শ ম সাইফুল আলম, সহকারী পরিচালক অর্থ মো.ফরিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান প্রমুখ।
এসময় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ড্রপ আউটসহ প্রতিষ্ঠান পর্যায়ে সমস্যা এবং সমাধানের বিষয়ে দিনব্যাপী বিস্তাারিত আলোচনা করা হয়। এ কর্মশালায় কলেজ ও মাধ্যমিক স্থরের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান।
বিডি প্রতিদিন/এএম