ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজলার বিলডোরা এলাকা হতে অভিযান চালিয়ে ১ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ-সার্কেল)। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার হয় বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ-সার্কেল) এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
গ্রেফতারকৃত ওই নারী একই উপজেলার বিলডোরা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (৩৫)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ (খ সার্কেল) এর পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ-সার্কেল) এর পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত অপর এক আসামি মোশারফ হোসেনের বসতঘর থেকে মাদক বিক্রয়কালে হাতেনাতে গাঁজাসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে তারা বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান।
এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
বিডি প্রতিদিন/এএ