আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেল ৩টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভীন, থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আলী, ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।
এ ছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির মাফুজা খাতুন এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন ও সাংবাদিক ফজলুল হক খোকন আলোচনা করেন।বিডি প্রতিদিন/এএ