৯ মার্চ, ২০২৩ ২১:৫৮

কলাপাড়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মী আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মী আহত

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) ৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহানারা (৪৮) ও মুক্তাকে (৪৬) প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ঘোড়া প্রতীকের ওয়ালিয়ুল ইসলাম নান্নু তার কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারণায় নামেন। এ সময় ঘোলেরপাড় নামক এলাকায় পৌঁছলে আওয়ামী সমর্থিতরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ তাদের ৮ কর্মী আহত হয়। 
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর