১০ মার্চ, ২০২৩ ০৯:০৫

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাড়াহা কাকলী রাইস মিল সংলগ্ন পানির পাম্পের সামনে একটি মোটরসাইকেল এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা গুরুতর দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর ময়মনসিংহে নেওয়ার পথে তারাকান্দা পর্যন্ত যাওয়ার পর তার মৃত্যু হয়। 

ফুলপুর থানার এসআই মোফাখখির ও এসআই বাসেদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত নারীর লাশ বর্তমানে থানায় রয়েছে। মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর