১০ মার্চ, ২০২৩ ১৩:০৭

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে রবিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রবিন মদাপুর ইউনিয়নের কুটি মনির ছেলে। রাজবাড়ী রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের সূর্যদিয়া এলাকায় আসলে রেল লাইন ক্রস করার সময় রবিন ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার (ওসি) সোমনাথ বসু। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর