সবার জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি নিশ্চিতের লক্ষ্যে নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৮শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ শনিবার সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা চলবে। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.) এর সভাপতিত্বে ও গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহা নব কুমারের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আজ প্রায় ৮শ রোগির চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীতেও গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গরিব রোগিদের জন্য এই কার্যক্রম চলবে বলে জানান গান্ধী আশ্রমের চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন