নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ২০১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেওয়া হয়।
পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবক, পৌরসভার কাউন্সিলর ও জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল