বান্দরবানে মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।
আটককৃতরা হলেন- মোহাম্মদ সেলিম (৪৫), মো. শাকিল হাসান (২৬) এবং আশরাফুল হাসান সজল (১৮)। শনিবার ১১ মার্চ রাতে শহরের সাঙ্গু নদীর ব্রিজ সংলগ্ন এক আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
বান্দরবান এপিবিএন-২ এর অধিনায়ক ডিআইজি আলী আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু নদীর ব্রিজ সংলগ্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ