আগামী ১৬ মার্চ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে হামলায় ৩ জন আহতের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে মোটরসাইকেল প্রতীক প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদারের সমর্থিত লোকজনের হামলায় অটোরিক্সা মার্কার সমর্থিত ৩ জন কর্মী আহত হয়েছে। নির্বাচনী এলাকার টেক্কারপুল বাজার, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও মোহনপুর লঞ্চঘাটে পৃথক হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কাজী হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং কাজী জাকির (৫৫) ও চর ওয়েসস্টার গ্রামের ইউপি সদস্য শাহাদাত হোসেন বেপারী (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, তিনটি পৃথক ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ