দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় হাবিপ্রবি স্কুল সংলগ্ন খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান পারভেজ, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত ডিন প্রফেসর রাফিয়া আখতার এবং সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন।
বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন খেলার মাঠে ডরমিটরি-২ কর্তৃক আয়োজিত “ডরমিটরি ২ প্রিমিয়ার লীগ ফুটবল” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন হল সুপার কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন ডরমিটরি-২ হলের হল সুপার প্রফেসর ড. মোঃ আবু সাঈদ।
বিডি প্রতিদিন/এএ