পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। ১ম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি উপজেলায় টিসিবি’র কার্ডধারীরা এসব পণ্য পাচ্ছেন।
জানা গেছে, আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি চাঁপাইনবাবগঞ্জে চিনি, সোয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি কার্যক্রম শুরু করেছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুুর ও ভোলাহাট উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় সোমবার থেকে শুরু হবে।
সূত্র মতে, জেলার ৬৮ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ৩২টি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। টিসিবি’র ডিলারের মাধ্যমে চিনি প্রতি কেজি ৬৫ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও ছোলা ৫৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। ছুটি ব্যতীত ক্রমান্বয়ে পৌর এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এসব পণ্য বিক্রি অব্যাহত রাখা হবে।
এই প্রসঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহিদুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষে কার্ডধারীরা টিসিবির নির্দিষ্ট সেলস পয়েন্ট এবং ডিলারের আউটলেট থেকে ভর্তুকি মূল্যে ৪টি পণ্য কিনতে পারবেন। একজন কার্ডধারী দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, চিনি ও ছোলা কিনতে পারবেন।
বিডি প্রতিদিন/এএম