শিরোনাম
১৩ মার্চ, ২০২৩ ১৮:৩৭

মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে সাড়ে ৪ কেজি রুপার গহনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে সাড়ে ৪ কেজি রুপার গহনা

চুয়াডাঙ্গার দর্শনা থানায় ছয়ঘরিয়া গ্রাম থেকে সাড়ে ৪ কেজি রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে এগুলো জব্দ করা হয়। এসময় পাচারকারী দলের দুই সদস্য পালিয়ে যায়। রুপাগুলো মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে বিশেষ কায়দায় লুকানো ছিলো।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে পাচার করে রুপার গহনার একটি চালান ছয়ঘরিয়া গ্রাম দিয়ে আনা হবে বলে খবর পায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর সোমবার সকাল ৬টার দিকে ছয়ঘরিয়া গ্রামে অ্যাম্বুশ করা হয়। এসময় একটি মোটরসাইকেলে দু’ব্যক্তিকে দর্শনার দিকে আসতে দেখে বিজিবি তাদের গতিরোধের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশী করে তার তেলের ট্যাঙ্কির একাংশে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ কেজি ৫৩৩ গ্রাম রুপার গহনা পাওয়া যায়।

বিজিবি পরিচালক জানান, আটক রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর