১৪ মার্চ, ২০২৩ ১৩:২২

সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। 

কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ। 
                                                                      
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর