বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ মইনুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মইনুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইহান ওলিউল্লাহ জানান, লালমনিরহাট থেকে একটি গাঁজার চালান পাবনায় যাচ্ছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় ভবানীপুরের ঘোগা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মইনুলের কাছে থাকা একটি বস্তায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মইনুল এই গাঁজা নিজ পাবনায় সরবরাহ করতেন। তিনি আন্তঃজেলা মাদককারবারী চক্রের সদস্য। মইনুলের বিরুদ্ধে শেরপুর থানায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম