না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক সানাউল্লাহ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার নাতি শুভ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
সানাউল্লাহ একাধিকবার স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া ডায়াবেটিকস ও কিডনি সংক্রান্ত নানা জটিল রোগে ভুগছিলেন।তিনি পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি ‘বাংলার বাণী’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কাজ করেন।
এরপর দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডি নিউজ ২৪ এবং সুদীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই