১৭ মার্চ, ২০২৩ ১৩:৪৩

পিতার মৃত্যুর পর উপনির্বাচনে চেয়ারম্যান হলেন ছেলে

নেত্রকোনা প্রতিনিধি

পিতার মৃত্যুর পর উপনির্বাচনে চেয়ারম্যান হলেন ছেলে

ইউসুফ তালুকদার সাগর

নেত্রকোনার দুর্গাপুরে পিতার শূন্য ইউপিতে জয়ী হলেন পুত্র। উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার সাগর (মোটরসাইকেল) প্রতীকে ৬ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪৬৩ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৭৭৮ ভোট পেয়েছেন। 

ভোটের তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল। তিনি জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

তপন চন্দ্র শীল জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

জানা গেছে, গত ১০ জানুয়ারি বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী তালুকদার মৃত্যুবরণ করায় এই ইউপি শূন্য ঘোষণা করা হয়।

এই ইউনিয়নে ভোটার রয়েছেন ২৩ হাজার ৭৫৪ জন।  এরমধ্যে পুরুষ ১২ হাজার ১৮১ ও নারী ১১ হাজার ৫৭৩ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩০৮২ জন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর