১৭ মার্চ, ২০২৩ ১৭:০৭

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মনসুর আলম খান এবং পুলিশ সুপার রাফিউল আলম। 

পরে সরকারি ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পরিষদ, স্বাস্থ্যবিভাগ, জনস্বাস্থ্য, গণপূর্ত, উপজেলা পরিষদসহ সরকারি বিভিন্ন দপ্তর দিনটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। একই সময় জেলা আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অন্যান্য নেতারা ফুল দেন। বিভিন্ন স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও দিনটি উপলক্ষ্যে একইস্থানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনটি উপলক্ষ্যে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেন মেহেরপুর বিচার বিভাগ। সকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ এর নেতৃত্বে বিচার বিভাগের বিচারক এবং কর্মকর্তাবৃন্দ বিচারাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচির সূচনা করেন।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর