১৮ মার্চ, ২০২৩ ২১:০৪

কুড়িগ্রামে সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক চাল ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ওই চাল ব্যবসায়ী মকবুল হোসেন খবিরুলকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটক করে শুক্রবার থানায় মামলা হলে দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের সাদ্দামের মোড় এলাকার ওই চাল ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪৮ মণ সরকারি চাল উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়,উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া হাসপাতাল মোড় তথা সাদ্দাম মোড় এলাকার ব্যবসায়ী খবিরুল ইসলাম দীর্ঘদিন যাবত ধান চাল ক্রয় বিক্রয় করতেন। এছাড়া হতদরিদ্রদের মাঝে বিতরণ করা সরকারি চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চালও ক্রয়-বিক্রয় করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ওই চাল ব্যবসায়ী খবিরুলের গোডাউনে অভিযান চালায়। এসময় তার গোডাউন থেকে ১৪৮ মণ (৫ হাজার ৯২০ কেজি) চাল জব্দ করে পুলিশ এবং ওই চাল ব্যবসায়ী খবিরুলকে আটক করে। তার নিজস্ব গোডাউন থেকে এসব চাল আটক করে পুলিশ। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী বাদী হয়ে ৫ জনকেসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর