১৮ মার্চ, ২০২৩ ২২:০২

বিএনপির আন্দোলন চলবে: দুলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

বিএনপির আন্দোলন চলবে: দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, রোজার মধ্যে, ঈদের মধ্যে, বর্ষাতেও বিএনপির আন্দোলন চলবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে সমাবেশে তিনি এসব কথা বলেন। 
 
সমাবেশে প্রধান বক্তা ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। 
 
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
 
 
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর