১৯ মার্চ, ২০২৩ ১৯:৫৬

চুয়াডাঙ্গায় ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রবিবার দুপুর সোয়া ২টার দিকে দর্শনা স্টেশনে দাঁড়ানো অবস্থায় ট্রেনে তল্লাশি করে এগুলো জব্দ করা হয়।  

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সূত্রে খবর আসে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে ভারতীয় হেরোইন পাচার হবে। এ খবরের ভিত্তিতে বিজিবি দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলীর নেতৃত্বে একটি টহলদল দর্শনা রেলস্টেশনে মহানন্দা ট্রেনে অভিযান চালায়। এতে ট্রেনের বগিতে একটি পলিথিনের প্যাকেটে হেরোইন পাওয়া যায়। ওই প্যাকেট তল্লাশী করে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বিজিবি পরিচালক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর