২১ মার্চ, ২০২৩ ১৪:৫১

মৌলভীবাজারে ঘর পাবে সহস্রাধিক পরিবার, গৃহহীন মুক্ত হবে রাজনগর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে ঘর পাবে সহস্রাধিক  পরিবার, গৃহহীন মুক্ত হবে রাজনগর

মৌলভীবাজারে চতুর্থ ধাপে ১০০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হবে

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে চতুর্থ ধাপে ১০০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। জেলার রাজনগর উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব তথ্য জানান।  তিনি বলেন, আগামী বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্ধোধন করবেন। তার পরপরই গৃহহীন ও ভূমিহীদের হাতে ঘরের চাবি ও ২ শতক জমির দলিল তুলে দেওয়া হবে। এসব ঘরের মধ্য চতুর্থ পর্যায়ের ৮৮০টি ঘরের সঙ্গে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১২৪টি ঘর রয়েছে। 

এর মধ্য সদর উপজেলায় ১৬৭টি, রাজনগর উপজেলায় ১৫৪টি, কুলাউড়া উপজেলায় ৬৪টি, জুড়ী উপজেলায় ১৬২টি, বড়লেখা উপজেলায় ১০৯টি, কমলগঞ্জ উপজেলায় ২০০টি ও  শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮টি ঘর দেওয়া হবে।  ওই দিন প্রধানমন্ত্রী রাজনগর উপজেলাকে গৃহহীন ও ‍ভূমিহীন ঘোষণা করবেন। এ উপজেলায় ৩৬৩ জন ব্যক্তি গৃহহীন ছিলেন। এরমধ্যে প্রথম পর্যায়ে ৯৮ জন, দ্বিতীয় পর্যায়ে ৫০ জন, তৃতীয় পর্যায়ে ৫৯ জন এবং চতুর্থ পর্যায়ে ১৪৭ জনকে জমিসহ ঘর দেওয়া হয়। বাকি ৯ জনকে স্থানীয় সহায়তায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর