চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকা মূল্যের ৫০ ভরি ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জিয়ারুল ইসলাম (৩০) ও কামাল হোসেন (৪২)। জিয়ারুল ইসলাম জীবননগরের নতুনপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আর কামাল হোসেন একই গ্রামের মৃত সুরাপ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, ভারতে পাচার করার উদ্দেশ্যে পাচারকারীরা স্বর্ণ নিয়ে ইসলামপুর গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় মোটরসাইকেলে করে দুজনকে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাদের কোমরে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এসময় স্বর্ণের পাশাপাশি পাচারে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধার করা দুটি স্বর্ণের বারের ওজন প্রায় ৫০ ভরি (৫৮২ গ্রাম)। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আটক চোরাকারবারিদের নামে জীবননগর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        