ইলিয়াস আলী গুমের প্রতিবাদে মিছিল করার পর দায়েরকৃত মামলায় টানা ১০ বছর হাজিরা শেষে খালাস পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারোয়ারের আদালত এই রায় ঘোষণা করেন।
২০১২ সালের মামলায় (৪২(০৪)২০১২) দীর্ঘ ১০ বছর হাজিরা দেন নেতাকর্মীরা।
খালাসপ্রাপ্তরা হলেন, মহানগর বিএনপি নেতা ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা দিপু চৌধুরী, মনোয়ার হোসেন শোখন, ইউনুস খান বিপ্লব, জুয়েল রানা, যুবদল নেতা রশিদুর রহমান রুশো, রিয়াদ উদ্দিন।
এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মিথ্যা একটি মামলায় আমরা ১০ বছর আদালতে হাজিরা দিয়েছি। অবশেষে আজ আমরা খালাস পেলাম। শুধুমাত্র আমাদের গুম হয়ে যাওয়া নেতা ইলিয়াস আলীর মুক্তির দাবিতে আমাদের একটি মিছিল করার কারণে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল