২১ মার্চ, ২০২৩ ১৮:৩৬

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের বিক্ষোভ

প্রতীকী ছবি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক-কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের নিরালার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম আ. আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জন সেন, অধ্যক্ষ রেনুবর, কৃষিবিদ মো. শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর