কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৩০টি ভূমিহীন পরিবারকে ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় দাউদকান্দিতে ১৩০ জন গৃহহীনের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।
দাউদকান্দি উপজেলার তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে ঘর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। এ সময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই