২৪ মার্চ, ২০২৩ ১৬:৩০

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের কোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃদ্ধা সুফিয়া খাতুন চোখে কম দেখতেন। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা কোর্ট রোড এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন। একই সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট সেলিম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি জানান, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
  
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর