বান্দরবানের থানচি উপজেলায় আগুনে পুড়ে গেছে বাজারের ৪৫টি দোকান। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলা বাজারে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪৫টি বিভিন্ন জিনিসপত্রের দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটি দোকান-ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবিসহ স্থানীয়রা দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ পেয়ার বলেন, ‘থানচি বাজারে ভয়াবহ আগুনে অর্ধশতাধিকের মত দোকান-ঘর পুড়ে গেছে। কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন