গাজীপুরের কালিয়াকৈরে ঢালজোড়া এলাকায় ফোনে ডেকে নিয়ে মিজানুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত মিজানুর রহমান (৩৫) উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ঢালজোড়া এলাকায় মিজানুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কয়েকজন মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন