সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলা শহরের চেঙ্গী স্কয়ারস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এসময় আরও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ জাবারাং কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, স্বাধীনতা যুদ্ধবিষয়ক ডিসপ্লে-প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ডিসপ্লে-প্রদর্শনী শেষে কুচকাওয়াজ, স্বাধীনতা যুদ্ধবিষয়ক ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিডি প্রতিদিন/এমআই