নাটোরের সিংড়ায় স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক আলম হোসেন (২৮) রাজধানীর মতিঝিলের আবুল মিয়ার ছেলে। অপরজন পলাশ মোল্লা পাবনার বেড়া উপজেলার মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের মৃত আখের আলীর ছেলে গোলাম মোস্তফার বাড়ির দেয়ালের উপর দিয়ে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় স্থানীয় গ্রামবাসী দুজনকে আটক করে। এসময় একজন পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ভোরে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার মাধ্যমে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি শাহীন স্বর্ণালংকার নিয়ে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।বিডি প্রতিদিন/এমআই