৩০ মার্চ, ২০২৩ ১৬:১০

ভোলায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় তৈলবীজ হিসেবে সূর্যমুখী চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষে মাঠদিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার মীরের বাজার এলাকায় সদর উপজেলা কৃষি অফিস এই মাঠ দিবসের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএফএম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্তকর্তা গাজী নাজমুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।
কৃষি অফিস জানায়, ২০২২-২০২৩ অর্থবছরে তৈলবীজ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর