৩০ মার্চ, ২০২৩ ১৮:০৪

৭ বছর পালিয়েও রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির

শেরপুর প্রতিনিধি

৭ বছর পালিয়েও রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির

শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা এলাকার মো. রানা মিয়া উরফে অন্তর একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। রায়ের সাত বছর পরে দণ্ডিত অন্তরকে বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তেপির বাড়ী বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শেরপুর জামালপুরের দায়িত্বে থাকা র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল অন্তরকে গ্রেফতার করা হয়। তাকে  নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।

জানা যায়, আগে থেকেই অন্তর এলাকার অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন ২০১৬ সালের ১৩ মার্চ স্কুলে যাওয়ার পথে অন্তর ওই স্কুল ছাত্রীকে জোর করে ২/৩ জন সিএনজিতে তুলে দিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করে। ওই দিনই মেয়ের চাচা বাদী হয়ে নকলা থানায় মামলা করে। মামলার পর থেকেই অন্তর পলাতক ছিল। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর