৩১ মার্চ, ২০২৩ ১২:০৭

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং আতঙ্কে শহরবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং আতঙ্কে শহরবাসী

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরবাসীর মনে মূর্তিমান আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের সদস্যরা বয়সে কম হলেও তারা স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও নারী অভিভাবকদের টিজ করতে ছাড়ছে না।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলকার মসজিদপাড়া, ম্যাথরপাড়া কলোনী, আরামবাগ, মাঝপাড়া, ফকিরপাড়াসহ কয়েকটি এলাকায় একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে। তাদের কাজই হচ্ছে, ছিনতাইসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও নারী অভিভাবকদের টিজ করা। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদেরকেও নাজেহাল হতে হয় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে। অনেক সময় কিশোরগ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্রের মহড়াসহ ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটিয়ে আতংক সৃষ্টি করছে।

অভিযোগ রয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবেধে শহরের কলেজ মোড়, সোনালী ব্যাংকের পাশি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, মহিলা কলেজের আশপাশে, কাঁঠালবাগিচাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত আড্ডা ও মেয়েদের উত্যক্ত করে। 

গত ২৬ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় আতঙ্ক ছড়াতে পরপর আটটি ককটেল নিক্ষেপ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় চারটি ককটেল বিস্ফোরিত হলেও মাঝ রাস্তায় অবিস্ফোরিত পড়ে থাকে আরও চারটি তাজা ককটেল। পরে ককটেলগুলো উদ্ধার করে পুলিশ। ডিবি পুলিশ এ ঘটনার পর একজনকে আটক করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর