৩১ মার্চ, ২০২৩ ১৭:৩৮

মাগুরায় কৃষক হত্যায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১১

মাগুরা প্রতিনিধি

মাগুরায় কৃষক হত্যায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১১
মাগুরার সদর উপজেলার বেরইল পলিতার মনিরামপুর গ্রামে কৃষক আতর আলী (৪৫) খুন ও সহিংসতার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলেন বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী, তাদের গ্রাম্য সামাজিক দলীয় সমর্থক ফারুক মোল্যা, তরিকুল ইসলাম, আবু হুরাইরা, মহিদুল্লাহ ফকির, মুরাদ মোল্যা, জাহিদ হাসান, আশরাফুল হক লাভলু, ফাতুয়ার রহমান ও আমিরুল ইসলাম। মাগুরার সদরের শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল ইসলাম বাদী হয়ে মাগুরা সদর থানায় আজ শুক্রবার দ্রুত বিচার আইনে এ মামলাটি করেছে। 
 
এলাকার সামাজিক ও রাজনৈতিক আধিপত্য নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সামাজিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
 
আজ শুক্রবার বিকাল ৩ টায় মাগুরা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়ে তথ্য দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেরইল পলিতার মনিরামপুর গ্রামে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজার সমর্থকরা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সমর্থক আতর আলীকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উভয় পক্ষ ব্যাপক সহিংসতায় লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ১১টি বাড়ি ঘরে হামলা ভাংচুর করা হয়। কিছু বাড়িতে পাটকাঠি, খড়ের গাদা ও রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রাথমিক তদন্তের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ওই ১১ জনসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করে। এই মামলায় মাগুরাসহ যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত আসামি বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর