১ এপ্রিল, ২০২৩ ১৭:২০

নদীর মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নদীর মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে নদীর মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের হাতাহাতির ঘটনায় অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে লোকজন পালিয়ে যায়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ৮ নম্বর বাঁধ এলাকায় অবৈধভাবে পদ্মা নদীর মাটি কাটা নিয়ে সুন্দরপুরের মতি চেয়ারম্যানের (সাবেক চেয়ারম্যান) লোকজনের সাথে চারবাগডাঙ্গার আজিজুরের লোকজনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর উভয়পক্ষ নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে ঘটনাস্থলে অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, থানার অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নাম-ঠিকানা সংগ্রহ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর