মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সার ব্যবহারে অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ ছাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফিল্ড সার্ভিসেস উইং এর পরিচালক মনফিক আহমেদ চৌধুরী, প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বেগম সামিয়া সুলতানা, নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, নগরকান্দার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কায়মুদ্দীন মন্ডল। সভায় সভাপতিত্ব করেন মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
সভায় সুষম সার প্রয়োগের মাধ্যমে সারের সাশ্রয় এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা করে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার গুরুত্বের বিষয়ে আলোকপাত করা হয়।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। সহযোগিতায় নগরকান্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এএ