ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইজিবাইক চালক রবিউল ইসলাম হত্যা মামলায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ছাত্রলীগের সরকারি লালনশাহ কলেজ শাখার সাধারণ সম্পাদক রানা মিয়া, পৌর শাখার সাধারণ সম্পাদক হুসাইন আলী ও সহ-সভাপতি নাঈম হোসেন। শনিরাব দুপুরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর রোববার গ্রেফতার দেখানো হয়।
এর আগে শনিবার রাতে নিহত রবিউল ইসলামের বাবা মিনহাজ উদ্দিন বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। লুটপাটের ভয়ে এ পর্যন্ত ১০ পরিবার পরিজন ও আসবাবপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা যায়।
এ ব্যাপারে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, কেউ যদি নিজেরই পালিয়ে যায়। তাতে করে আমাদের কিছু করার নেই। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আশস্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের হাসপাতাল মোড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় রবিউল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম