২ এপ্রিল, ২০২৩ ১৬:১৬

গোপালগঞ্জে চার অটিজম শিশু পেল হুইল চেয়ার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে চার অটিজম শিশু পেল হুইল চেয়ার

গোপালগঞ্জে চার অটিজম শিশু পেল হুইল চেয়ার

গোপালগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চার অটিজম শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে অতিথিরা চারটি হুইল চেয়ার বিতরণ করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, গোপালগঞ্জ বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাসং সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর