বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্য ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে রামপাল, বাগেরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে রয়েছে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু (৫০), মহব্বত আলী শেখ (৫৪), নাজমুল ইসলাম (৩০), কোহিনূর কুদরতি (৩২), হুসাইন শেখ (৩৩), আবুল হাসান শেখ (৩৫), রেজাউল কুদরতি। অপর মেম্বর গ্রুপের আহতরা হলেন, পলাশ শেখ (৩৫) ও তার ভাই নাহিদ শেখ (৩০) ও মারুফ শেখ। এঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে মেম্বর গ্রুপের দুইজন সাবেক ইউপি মেম্বর আবু তালেব শেখ ও বর্তমান ইউপি মেম্বর কবির হোসেন ফকিরকে গ্রেফতার করেছে।
রামপাল থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার বাশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের তিন রাস্তার মোড়ে মৎস্য ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি মেম্বর গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত। রাতে রেজাউল কুদরতি নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করলে মেম্বর গ্রুপের দুই প্রধান সাবেক ইউপি মেম্বর আবু তালেব শেখ ও বর্তমান ইউপি মেম্বর কবির হোসেন ফকিরকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আহতদের রামপাল, বাগেরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল