কর্মক্ষেত্রের বাইরে সরকারি গাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষযটি ধামাচাপা দিলেও অবশেষে নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তাকে ‘ব্যাখ্যা তলব’ চিঠি দিয়েছে খাদ্য অধিদপ্তর। বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের উপ পরিচালক মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি গণমাধ্যমের হাতে পৌঁছলেও এ ব্যাপারে কিছুই জানেনা বলে জানান নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান।
উল্টো তিনি বলেন চিঠিটি উনার কাছে পাঠাতে। সেইসাথে সড়ক দুর্ঘটনার বিষয়টি মন্ত্রী মহোদয়সহ উধ্বর্তন কর্তৃপক্ষ সকলেই ভালো জানেন।
গত ১৯ মার্চে স্বাক্ষরিত চিঠির বিষয়টি নিয়ে রবিবার (২ এপ্রিল) দুপুরে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাখাওয়াত হোসেনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
খাদ্য অদিদপ্তরের উপ-পরিচালক মামুন আল মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ রয়েছে, গত ১৩ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশাল এলাকায় নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের ব্যবহৃত সরকারি জিপ গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু গাড়িটি কর্মক্ষেত্রের বাইরে কিভাবে ব্যবহৃত হল এবং দুর্ঘটনা সংগঠিত হল তা বোধগম্য নয়। এমন কার্যকলাপ সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রণ বিধি ও সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা পরিপন্থী কাজ। এই ঘটনায় কেন যথাযথ ব্যবস্থা নেয়া হবে না মর্মে চিঠি প্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যার জবাব কতৃপক্ষের নিকট দাখিল করার নির্দেশ দেয়া হয়। যদিও অদ্যবধি চিঠির উত্তর পাওয়া যায়নি বলে জানান ডিজি মো. শাখাওয়াত হোসেন।
এ বিষয়টি জানতে চাইলে খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান জানান, কিসের চিঠি? আমাকে পাঠান দেখি।
পরবর্তীতে আবার বলেন দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী মহোদয়সহ উর্ধ্বতন সকলেই জানেন। এ ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন বলেও নিশ্চিত করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল