বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি এই সরকারের পতন ঘটাবে, উৎখাত করবে এসব কথা বলে, কিন্তু মানুষের অসুবিধার সময় তারা পাশে দাঁড়ায় না। করোনাকালীন সময় ও দক্ষিণাঞ্চলে বন্যায় মানুষের ঘরবাড়ি যখন উপড়ে পড়ে তখন তারা মানুষের পাশে দাঁড়ায় না। মানুষ যখন ভোগান্তিতে থাকে তখন তাদের খুঁজে পাওয়া যায় না।
রবিবার (২ এপ্রিল) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার পরিষদ মিলনায়তন ও বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তন্ময় আরো বলেন, বর্তমান সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের জন্য কাজ করে। তাই সাধারণ মানুষ এই সরকারের সাথে আছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক নজু, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল ওহিদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় বক্তব্য করেন। পরে প্রধান অতিথি শেখ তন্ময় এমপি স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল