ভোলার লালমোহনে মো: সিরাজ নামে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু যুবলীগ নেতাকে আজ বিকালে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
সিরাজের স্বজনরা জানায়, শনিবার রাতে বাড়ির সামনে থেকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে লোহার রড ও লাঠিসোঠা দিয়ে বেদম মারধর করে হাত পা ভেঙে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। আজ রবিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাপসাতালে প্রেরণ করা হয়। স্বজনদের অভিযোগ সিরাজ আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী আবু নোমান হাওলাদারের পক্ষে কাজ করছে- এই অপরাধে আওয়ামী লীগের অপর একটি গ্রুপ তার উপর এই বর্বর হামলা ও নির্যাতন চালিয়েছে।
আহত সিরাজের মা জানান, তার ছেলে আওয়ামী লীগের রাজনীতি করে এই অপরাধে বিএনপি আমলে মৌমাছি বাহিনীর সন্ত্রাসীদের অনেক হামলা নির্যাতন সহ্য করেছে। এখন আবার ওই সন্ত্রাসীরাই আওয়ামী লীগে যোদ দিয়ে তার ছেলেকে মারধর করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি করেন।
এদিকে লালমোহন পুলিশ জানায়, এমন ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল