৩ এপ্রিল, ২০২৩ ০১:২৪

১৯ বছর পলাতক থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১৯ বছর পলাতক থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রবিবার ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হ্নীলার লেদা বাজার এলাকা থেকে মৌলভী কালা মিয়ার ছেলে শওকতকে (৩৮) গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি শওকতের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪(০২)০৪, পেনাল কোড ৩৯৫/৩৯৭/ ৪১২ ধারা, জিআর- ১৪/০৪ মূলে গ্রেফতারি পরোয়ানা মুলতুবি রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।  

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর