ইতালির রোমে কুমিল্লা জেলা সমিতি ও কুমিল্লা জেলা যুব পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের রসুই রেস্টুরেন্টের হল রুম অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমিতির আহ্বায়ক দীন মোহাম্মদ দিনু। পরিচালনা করেন কুমিল্লা জেলা সমিতির সদস্য সচিব ইব্রাহিম খলিল। সার্বিক সহযোগিতায় ছিলেন, কুমিল্লা যুব পরিষদের সভাপতি তারেক হোসেন এবং সাধারণ সম্পাদক মির্জা সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইফতার শেষে কুমিল্লা জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কুমিল্লা কমিউনিটির শীর্ষ ব্যক্তি শাহ আলম। এসময় কুমিল্লা জেলা যুব পরিষদের পক্ষ থেকে অসুস্থ একজন ব্যক্তিকে দেশে যাওয়ার বিমান টিকেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল