বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মোঃ হাবিবুল উল্লা (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ।
আটক হাবিবুল উল্লা (৫১) কক্সবাজারের রামু থানার ৬ নম্বর ওয়ার্ডের রাবেতা দক্ষিণ কুনিয়া পালং এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নগরীর বিমান বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে হাবিবুল উল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ