কিশোরগঞ্জ জেলা কারাগারে আলেক চান (৬৫) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আলেক চান জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৭/৮ বছর যাবত হার্টের অসুখসহ শ্বাসকষ্টজনিত রোগ ছিল তার। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গত পরশুদিন কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়। রবিবার দিবাগত রাত ১১টার দিকে আবার অসুস্থ হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয়।ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। জেল বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেল সুপার।
বিডি প্রতিদিন/এএম