বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষীখালী গ্রামে গোপাল চাঁদ সাধু ঠাকুরের ধামে তিন দিনব্যাপী ১০১তম মতুয়া মেলা ও স্নানোৎসব শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সংস্কারপন্থী শত শত মতুয়া মতাদর্শী ও ভক্ত যোগ দিয়েছেন।
বেলা ২টার দিকে বাংলাদেশস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর, বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মো. কেএম আরিফুল হক মেলা পরিদর্শন করেছেন।
এ ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাস গুপ্ত, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পিযুষ বন্দোপাধ্যায়, মহা মতুয়াচার্য কাশিয়ানি উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মতুয়া মেলায় অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।