পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, শুধু শিক্ষা বৃত্তি নয়, সরকার পার্বত্যাঞ্চলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছে বহু আগে। পাহাড়ের ছেলে মেয়েরা ঘরে বসে পাচ্ছে এ সুযোগ। শুধু তাই নয়, ব্যবস্থা করা হয় উচ্চমানের কম্পিউটার প্রশিক্ষণের। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিখিল কুমার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুণ উর রশিদ, সদস্য পরিকল্পনা মো. জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা প্রসূত প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। তিনি পার্বত্য অঞ্চলের টেকসই, জনবান্ধব ও গতিশীল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এবার রাঙামাটি জেলার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জন এবং কলেজ পর্যায়ে ৩৪৫ জনসহ মোট ৭৫১ জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জনের প্রতি জনকে ১০ হাজার টাকা করে ৪০ লাখ ৬০ হাজার টাকা এবং ৩৪৫ জনকে ৭ হাজার টাকা করে ২৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই