রংপুরের পীরগাছায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পীরগাছা রহিম উদ্দিন মহিলা মহাবিদ্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।
উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের একাংশের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজার রহমান রেজা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটিতে অনেক অনিয়ম হয়েছে। জেলা কমিটির এক ব্যক্তির ইশারায় এই কমিটি গঠন করা হয়েছে। তারা অদক্ষ ও অযোগ্য লোককে পদ দিয়ে বিএনপির রাজনীতি ঘর-বন্দী করে রাখতে চায়। আমরা অনিয়মের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করছি। তিনি এই আহ্বায়ক কমিটি সংশোধন করে নতুন করে জ্যেষ্ঠতা অনুসারে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য নির্ধারণের দাবি জানান।রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান বলেন, সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি গঠনে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় সিনিয়র ত্যাগী নেতাদের সম্মান ক্ষুন্ন হয়েছে। দীর্ঘ ২০-২৫ বছর রাজনীতি করেও আজ আমরা অবহেলিত। আমাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল